জনশ্রুতি মতে, রাজশাহীর পারী আউলিয়া হযরত শাহ মকদুম (র:) এরভাবশিষ্য হযরহর শাহ ফরিদ (র:) ষোড়শ শতাব্দীর প্রথম দিকে পদ্মানদী থেকে কুমিরের পীঠে চড়ে চারঘাট হয়ে বড়াল নদী বেয়ে সারকেল সারি ঘাটে (বর্তমান পারফরিদপুর) এসে থামেন।জায়গাটি তখন গভীর জঙ্গলে পরিপূর্ণছিল। হযরত শাহ ফরিদ (র:) সেখানে আস্তানা গাঁড়েন তাঁর আল্লাহ ভক্তি এবং বিভিন্ন কেরামতি দেখে এলাকায় তাঁর অনেক শিষ্য এবং ভক্তবৃন্দ জুটেযায় এই শাহ ফরিদ (র:) এর নামানুসারের এ এলাকার নামকরণ হয়েছে ফরিদপুর।বর্তমান ফরিদপুর থানা সোজা বড়াল নদীর উত্তর পাড়ে পারফরিদপুর গ্রামেহযরত শাহ ফরিদ (র:) এর মাজার ও একটি প্রাচীণ মসজিদ রয়েছে জানা যায়, হযরত শাহ ফরিদ (র:)এর মৃত্যুর পর ৫/৬ বছর পর্যন্ত কিমিরটি বছরে ২/১ বার বর্তমান মাজার সোজা বড়ালনদীর ঘাটে ভেসে উঠে কিছুক্ষণ থেকে চলে যেত। কিন্তু একদিন এক দুষ্টু শিকারি কুমিরটি লক্ষ্য করে গুলি ছুঁরলে সেই থেকে কুমিরটিকে আর দেখা যায়নি।।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস